kolkata

Dec 09 2023, 08:42

দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার

কলকাতা: মহুয়া মৈত্রর পাশে তৃণমূল নেত্রীর দাঁড়ানো নিয়ে বলেন, এটা নতুন কিছু নয় সিমির প্রাক্তন প্রতিষ্ঠাতা সদস্য তাকে রাজ্যসভার সংসদ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। বিতর্ক উনি ভালোবাসেন, ভাগার ভালোবাসেন, কেউ যদি ভাগারের গন্ধ ভালোবাসেন তাকে তো নতুন কিছু বলার নেই। একজন সাংসদ হিসেবে তিনি তার আইডি পাসওয়ার্ড অন্যজনের সঙ্গে শেয়ার করেছেন, নিজের পি এ সঙ্গে শেয়ার করলে অন্য বিষয় ছিল। তুমি অন্য জনের সঙ্গে শেয়ার করেছেন এবং সেই লগইন আইডি দিয়ে ভারতবর্ষের বাইরে থেকে লগইন হয়েছে এটা যদি অপরাধ না হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন অপরাধটা কি?

যার সম্মান থাকে তার সম্মান যাওয়ার ভয় থাকে। জোটের তো চেহারা দেখছেন গণনা চলছে তো ঝাড়খন্ডে ২১০ কোটি পৌঁছেছে বাড়িতে আলমারিতে থাকে থাকে টাকা থাকে। সবাই বলছে ৩০০ কোটি পর্যন্ত পৌঁছবে। এটাতো আই এন ডি আই জোট ইন্ডিয়া জোট।

এই সিদ্ধান্ত বিজেপি ব্যাকফুটে থাকবে কিনা সেই প্রসঙ্গে বলেন, আমার তো মনে হয় না, কেউ চুরি করার জন্য তাকে যদি বিতাড়িত করা হয়। একজন সাংসদ লগিং আইডি পাসওয়ার্ড অন্যজনের সঙ্গে শেয়ার করেছে তার কি করা উচিত, পদ্মশ্রী দেওয়া উচিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গরত্ন দিতে পারেন। তাহলে চুরি করেছেন তাকে তো পদ্মশ্রী দেওয়া যেতে পারে না। তাকে শাস্তি দেওয়া অপরাধ হয়েছে তাহলে আমি বলব তৃণমূল সাংসদের সবার বাড়ির সামনে রেট চার্ট করে দিন ওপেন করে দিন একটি প্রশ্ন করার জন্য সৌগত রায় দশ হাজার টাকা লইবেন। অভিষেক ব্যানার্জি তিনি রেয়ারেস্ট সাংসদ তিনি এক লক্ষ টাকা লইবেন, মিমি নুসরাত দেব এরা সেলিব্রেটি এরা দেড় লক্ষ টাকা লইবেন, রেট চার্ট করে দিলেই হয়।

মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ নিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্র লজ্জা মন্তব্য প্রসঙ্গে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের লজ্জা। যার রাজত্বে পঞ্চায়েত নির্বাচনের লোকে মারা যায়, ৪০-৪৫ জন মারা গেছে এখনো পর্যন্ত। তার লজ্জা লাগেনা। ওনার সাংসদরা বাংলার লজ্জা সামান্য একটা লিপস্টিকের জন্য বাংলার নারীরা এই জায়গায় পৌঁছে গেছে আমার আমার তো বিশ্বাস হয়না। বাংলা নারীরা সবই স্বঅভিমানী নারী। মিউটেশন হয়ে গেছে, বাংলার নারীরা একটা লিপস্টিক এ লোভে একটা ঘড়ির লোভে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে না বাংলার নারীরা এত সস্তা না। বিদেশে ছিল কোনোক্রমে মিউটেশন হয়ে গেছে।

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন খারিজ হওয়া প্রসঙ্গে বলেন, সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম স্বস্তি হলো না। এবার হাইকোর্ট যেরকম নির্দেশ দেবে সেই ভাবে চলবে। হাইকোর্টের নির্দেশ মেনেই ইডি সিবিআই তদন্ত করছে।

অধীর চৌধুরী মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো নিয়ে বলেন, অধীর দা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন, কংগ্রেস যদি একা থাকেন উনি বহরমপুর লোকসভা জিতে পারবেন না। প্রশ্ন একটাই একজন সাংসদ যদি এরকম করেন পরিপ্রেক্ষিতে কি করা উচিত মুখ্যমন্ত্রী চাইলে তাকে বঙ্গরত্ন দিয়ে দিতে পারে আমাদের কোনো অসুবিধা নেই।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে যদি সিবিআই তদন্ত করে তাহলে হিরানা নামধারনের বিরুদ্ধে করা হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দাবি নিয়ে বলেন, আইন আইনের পথে চলবে, কোর্টে গিয়ে বলতে বলুন উনি তো বড় ল'ইয়ার সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াক দেখি কেমন লড়েন।

kolkata

Dec 09 2023, 08:41

আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত, সংসদের পক্ষে এটা কালো দিন -সৌগত রায়

কলকাতা: দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ প্রসঙ্গে বলেন, আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত, সংসদের পক্ষে এটা কালো দিন, জোর করে একজন মহিলা সংসদ উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। শুধু আদানির স্বার্থ রক্ষা করার জন্য। যে অভিযোগ করল তাকেও প্রশ্ন করার সুযোগ দিল না। মহুয়াকে বলতে দিল না। আমরা তো সবাই, ইন্ডিয়া জোটের সবাই ওয়াক আউট করেছি, এভাবে বহিষ্কারের তীব্র নিন্দা করছি।

মহুয়া মৈত্র পক্ষে নিয়ে অধীর চৌধুরীর বক্তব্যে ইন্ডিয়া জোটকে কতটা শক্তিশালী করবে এই প্রেক্ষিতে বলেন, সেটা এখনই এতটা বলা যায় না, অধীর চৌধুরী বলেছে।

এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে বিজেপিকে ব্যাকফুটে, সেই প্রসঙ্গে বলেন, হ্যাঁ নিশ্চয়ই, এর মূল্য দিতে হবে। কাউকে চেপে দিয়ে যদি ভাবেন চেপে দেওয়া যাবে তা হবে না। সাধারণ নির্বাচনে এর উল্টো ফল হবে।

kolkata

Dec 07 2023, 15:54

বরানগর কাশীনাথ দত্ত লেনের এক শিক্ষক বাড়িতে ইডি হানা

কলকাতা: বরানগর কাশীনাথ দত্ত লেনের এক শিক্ষক শুভ্রাংশু মৈত্রের বাড়িতে ইডি হানা।বালুরঘাটের একটি স্কুলের শিক্ষক ছিলেন তিনি।এক বছর আগে তিনি মারা যান।তারপর তাঁর পরিবার বরানগরে চলে আসে।এই ফ্ল্যাটটি আগে থেকেই কেনা ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে।সেই বাড়িতেই ইডি হানা।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও মহিলা জওয়ান সহযোগে হানা ইডির।

kolkata

Dec 05 2023, 14:33

নিয়োগ দুর্নীতি মামলার শুনানির প্রথম দিনেই হাইকোর্টের বিচারপতিদের তোপের মুখে পড়ল এস এস সি

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার শুনানির প্রথম দিনেই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লো এসএসসি। আদালতের পর্যবেক্ষণ, তারা হাইকোর্টে একধরনের কথা জানিয়ে সুপ্রিম কোর্টে অন্য কথা। সেটা কেন বলছেন, সেটা পরিষ্কার করে পর্ষদকে হলফনামা দিয়ে ৭ দিনের মধ্যে জানাতে হবে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ বলে, একজন দুর্নীতির চেষ্টা করেছে বলে কি স্কুল সার্ভিস কমিশনও দুর্নীতির ছাড়পত্র পেয়ে যাবেন।

এমনই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক।এসএসসি বলে, মূল মামলাকারিরা দুর্নীতি করে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন।পাননি বলে মামলা করেছেন। আর তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক। এর পরেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং কিসের ভিত্তিতে এই ভিন্ন অবস্থান সেটা নিয়েই এক সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে আদালত। সেটা এসএসসিকে বোর্ড মিটিং করে এক সপ্তাহের মধ্যে জানাতে হবে।

ঘটনাচক্রে, হাইকোর্টে কমিশন জানিয়েছিল তারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বেআইনি চাকরি প্রাপকদের সুপারিশপত্র প্রত্যাহার করেছে। আবার সুপ্রিম কোর্টে তারাই জানিয়েছে যে কলকাতা হাইকোর্টের চাপে করেছে। কেন এই ভিন্ন অবস্থান তার ব্যাখ্যা দিতে হবে।

ডিভিশন বেঞ্চ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে, কোন মিটিংয়ের মাধ্যমে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল তার বিস্তারিত তথ্য জানাতে। আদালতের মন্তব্য, যদি সম্পূর্ন প্যানেল বাতিল হয় তাহলে অনেক যোগ্য প্রার্থীও ক্ষতিগ্রস্ত হবেন। তাদের ক্ষতিপূরণ দিতে হবে। জনগণের টাকা কেন এভাবে নষ্ট হবে। এসএসসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত আসে। সর্বোচ্চ আদালত ৬ মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেয়। সেই মামলার শুনানির জন্যে বিচারপতির দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট করেন প্রধান বিচারপতি। তারই শুনানিতে আদালতের নির্দেশে বলে, শিক্ষক নিয়োগ দূর্নীতি সংক্রান্ত মামলা শীর্ষ আদালত কেন হাইকোর্টে পাঠালো তা আগে বুঝতে চায় হাইকোর্টের নবগঠিত ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, এখানে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে আরো নতুন আবেদন যুক্ত হবে কিনা, বা একই ধরনের মামলা থাকলে মামলার সংখ্যা কমিয়ে এনে শুনানি করা হবে কিনা তা বিবেচনা করবে ডিভিশন বেঞ্চ। রাজ্যের হয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জীর বক্তব্য, এই সমস্ত মামলায় রাজ্যকে পার্টি না করেই এক তরফা ভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয়। যদিও ডিভিশন বেঞ্চের বক্তব্য, সমস্ত প্যানেল যদি বাতিল করা হয় তবে সেটা বেশ কয়েক বছর চাকরি করার পর হঠাৎ করে এই কর্মরতদের বিতাড়িত করা হবে। সমস্ত দিক ক্ষতিয়ে দেখতে চায় ডিভিশন বেঞ্চ। কোন আইনের বলে চাকরি বাতিল করা হবে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চায় হাইকোর্ট।

kolkata

Dec 05 2023, 13:19

শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের বিরুদ্ধে মারা হল একাধিক অশ্লীল পোস্টার

এসবি নিউজ ব্যুরো: প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে স্বাস্থ্য আধিকারিকের নাম করে অশ্লীল ভাষাই পোস্টার মারাকে কেন্দ্র করে ছড়িয়ে পরলো তীব্র চাঞ্চল্য। স্বাস্থ্য আধিকারিকের দাবি, যারা এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নদীয়া শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চারপাশে পরেছে এই পোস্টার।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ওই স্বাস্থ্যকেন্দ্রে এক ব্যক্তির এন এসভি অর্থাৎ নির্বিজ করনের অপারেশন করা হয়, তারপর থেকেই তোলপাড় হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র। যে ব্যক্তির অপারেশন করা হয় তার পরিবারের অভিযোগ ছিল তাদেরকে না জানিয়ে এই অপারেশন করা হয়েছে। যদিও এই অভিযোগ তুলে গতকাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সেখানেই স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকে অপসারণ করতে হবে বলে দাবি জানান তারা।

গতকালকের রেশ কাটতে না কাটতেই আজ আবার ঘটলো এই ঘটনা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চারপাশে পড়তে দেখা গেল অশ্লীল ভাষায় পোস্টার।এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য আধিকারিক সাংবাদিকদের বলেন, "যারা এই ধরনের পোস্টার মেরেছে তাদের মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই। না হলে এই ধরনের পোস্টার কেউ মারতে পারে না। তবে যারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে প্রত্যেকেই রাজনৈতিক উস্কানিতেই করছে, আমরা এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চলেছি।

এবার আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হবে প্রত্যেকের বিরুদ্ধে"।তবে এ বিষয়ে এক বিক্ষোবকারীরি বলে, এটা কোন রাজনৈতিক বিক্ষোভ ছিল না। সম্পূর্ণ অরাজনৈতিক সাধারণ মানুষরা বিক্ষোভ দেখিয়েছে। আমরা আদিবাসী সম্প্রদায়ের ভাষাতেই স্লোগান দিয়েছি। উনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করলে পাল্টা ব্যবস্থা আমরাও গ্রহণ করব। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি।

kolkata

Dec 05 2023, 13:18

বিধানসভায় সাংবাদিক বৈঠক তৃণমূল বিধায়ক শশী পাঁজার

কলকাতা: দেশের মধ্যে কলকাতা সব থেকে নিরাপদ শহর। এটা আমরা বলছি না,এনস আর রিপোর্ট বলছে।অপরাধের সংখ্যাটা এই শহরে অনেকটাই কমেছে। রাজনৈতিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালীমালিপ্ত করছে, তাদের বলি দিল্লি শহরের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে অপরাধের ক্ষেত্রে

দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নারী সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে কলকাতা। উত্তরপ্রদেশে বুলডোজার চলল তবুও অপরাধ কমলো না। ১০০ দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে বাংলা। কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা বহু বেটিদের নিয়ে প্রকল্পের কথা বলেন, তাদের এটা দেখা উচিত।

kolkata

Dec 05 2023, 12:51

বীরভূমের খয়রাসোলে অশান্তির ঘটনায় আপাতত পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না নির্দেশ হাইকোর্টের

 কলকাতা: বীরভূমের খয়রাসোলে অশান্তির ঘটনায় আপাতত অনুপম হাজরার অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।তবে মামলাকারী দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহাকে পুলিশের পাঠানো নোটিসের ভিত্তিতে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।পরবর্তী ১৩ ডিসেম্বরের শুনানিতে পুলিশকে কেস ডাইরি সহ হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।

অনুপম হাজরার অভিযোগ, এই দুজন তাঁর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হামলা চালিয়েছে। শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জিজ্ঞেস করেন এই অভিযোগ কে করেছে। আইনজীবী উত্তরে অনুপম হাজরার নাম বলতেই বিচারপতি হালকা চালে বলেন, ক্ষমতায় আসার আগেই দলের একাংশ অন্য অংশের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। তিনি অনুপম হাজরাকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন। রাজ্য জানায়, অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে।

পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে। খয়রাশোলে ৮ নভেম্বর অনুপম হাজরার বিজয়া সম্মিলনিতে মারধরের ঘটনায় এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপির দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ও বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। তাদের অভিযোগ, মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। কারণ যেদিন এই ঘটনা ঘটে সেদিন বিধায়ক বিধানসভায় ও সভাপতি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সফরে ছিলেন।

kolkata

Dec 05 2023, 10:01

কলকাতায় সলমন খান

আজ আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। বিকেলে এই উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই চলচ্চিত্র উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে কলকাতায় পৌঁছালেন সলমন খান। দমদম বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়।

kolkata

Dec 01 2023, 12:18

বিজেপিকে খেজুরিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা: বিজেপিকে মেদিনীপুরের খেজুরিতে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ ডিসেম্বর সেখানে সভা হওয়ার কথা। ওই সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আদালত জানিয়েছে দুপুর ২ টা থেকে ৫ টা সভা হবে। আবেদন সময় মতো করা হয়নি, রাজ্যের এমন দাবির প্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়।

তাঁর প্রশ্ন, সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে। ফের রাজ্যকে বলেন, বিজেপির মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন, শেষবার যখন শাসক দল সভা করেছিল তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন। খেজুরিতে সভার জন্যে পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের নির্দেশ, শব্দ বিধি মেনে শান্তিপূর্ন সভা করতে হবে। কোন উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না।

kolkata

Nov 30 2023, 17:43

*পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধন জোত লাগোয়া টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক মহিলার*

রাজ্য

এসবি নিউজ ব্যুরো: শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধন জোত লাগোয়া টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত মহিলার নাম গৌরি অধিকারী। মৃত পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন জ্বালানি কাঠ নিতে জঙ্গলে ভিতরে ঢোকে কয়েকজন মহিলা। ভিতরে ঢুকতে হাতির মুখে পড়ে তারা। তবে বাকিরা পালাতে সক্ষম হলেও হাতির মুখে পড়ে যায় ওই মহিলা। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়া ঝাড় বনাঞ্চলে রেঞ্জার সহ বনকর্মীরা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

এছাড়াও ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্ম্যাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও গৌরসিং জোতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।